- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 8
Cook Time : 10
Total Time : 18
Ingredients
Serves 2
1 কাপ সব ধরনের সবজি কুচানো
1/2 কাপ পেঁয়াজ কুচি
1 টি টমেটো কুচি
10-12 টি চিংড়ি মাছ ভাজা
1 চা চামচ নুন
Directions
1. নুডলস সেদ্ধ করে জল ঝরিয়ে নিন।
2. চিংড়ি মাছ ভেজে আলাদা করে নিন।
3. সব সবজি ও পেঁয়াজ সেদ্ধ করে ওর মধ্যেই নুডলস দিন।স্বাদ মত নুন দিন।
4. একটু নাড়ুন।এর মধ্যে চাউমিন মশলা দিন।
Malyasree Sarkar
2 Recipes