বকফুল ভাজা

Copy Icon
Twitter Icon
বকফুল ভাজা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 1
  • বকফুল 5 টি


  • বেসন 1 মুঠো


  • নুন স্বাদ মত 1 চিমটে


  • হলুদ গুঁড়ো 1 চিমটে


  • পোস্তদানা 1 চা চামচ

Directions

  • বেসন নুন হলুদ পোস্তদানা ও জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে।
  • বকফুল গুলো ধুয়ে মুছে নিতে হবে।
  • কড়াইয়ে তেল গরম করে তাতে বকফুল ব্যাটারে ডুবিয়ে গুঁড়ো তেলে ভেজে নিতে হবে।
  • গরম গরম পরিবেশন করতে হবে