কাঁচা আমের পুডিং

Copy Icon
Twitter Icon
কাঁচা আমের পুডিং

Description

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 45 Min

Total Time : 1 Hr 10 Min

Ingredients

Serves : 2
  • 500 মিলি দুধ


  • 3 টি ডিম


  • 1/2 কাপ চিনির গুঁড়ো


  • 2 টেবিল চামচ কাঁচা আম কুড়িয়ে নেওয়া


  • 1 ড্রপ সবুজ রঙ


  • 1 ড্রপ ম্যাংগো এসেন্স

Directions

  • দুধ ভাল করে জ্বাল দিয়ে নিতে হবে
  • দুধ ফুটে ঘন হয়ে আসলে চিনি দিয়ে আবার ফোটাতে হবে
  • চিনি গলে গেলে দুধ নামিয়ে ঠান্ডা করতে হবে
  • একটি পাত্রে ডিম গুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে
  • এবার ওই ঠান্ডা দুধের মধ্যে ডিম গুলো দিয়ে একে একে কুরানো আম , ম্যাংগো এসেন্স দিতে হবে
  • হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে
  • শেষে সবুজ রং দিতে হবে
  • একটি পাত্রে জল ফোটাতে হবে
  • জল ফুটে গেলে এই মিশ্রণটি একটি টিফিন বক্সে ভরে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিতে হবে
  • 45 মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করতে হবে
  • ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখতে হবে এক ঘন্টা
  • এক ঘন্টা পর নামিয়ে পরিবেশন করতে হবে