ছাতুর পরোটা

Copy Icon
Twitter Icon
ছাতুর পরোটা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 1
  • এক কাপ ছাতুর সাথে 1 টেবিল চামচ 2 টেবিল চামচ সরষে তেল, স্বাদমত নুন, 1/2 চা চামচ জোয়ান পেঁয়াজ কুচি 1 টি কাঁচা লঙ্কা কুচি 2 টি আর সামান্য চিনি দিয়ে আটা 2 কাপ ময়দা 1 কাপ ঘি 1 চা চামচ সাদা তেল 1 চা চামচ

Directions

  • এক কাপ ছাতুর সাথে 2 টেবিল চামচ সরষে তেল, স্বাদমত নুন, 1/2 চা চামচ জোয়ান পেঁয়াজ কুচি 1 টি কাঁচা লঙ্কা কুচি 2 টি আর সামান্য চিনি দিয়ে ভালোকরে মেখে পুর বানিয়ে নিতে হবে। 2 কাপ আটায় 1 টেবিল চামচ ময়দা স্বাদমত নুন আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এবার ঐ ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে হাত দিয়ে একটু করে ঐ পুর দিয়ে মুখটা বন্ধ করে চেপে নিয়ে পরোটা বানিয়ে নিয়ে সাদা তেলে ও ঘি মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আচারের সঙ্গে পরিবেশন করতে হবে ছাতুর পরোটা।