Shanghai Hakka Noodles

Copy Icon
Twitter Icon
Shanghai Hakka Noodles

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
  • 2 প্যাকেট হাক্কা নুডলস


  • 1 টি গাজর কুচানো


  • 1 কাপ বিনস কুচানো


  • 1 কাপ মটর শুঁটি


  • 1 টি পেঁয়াজ কুচানো


  • 1 টি সবুজ ক্যাপসিকাম কুচানো


  • 1/2 হলুদ ক্যাপসিকাম কুচি


  • 2 টেবল চামচ সয়া সস


  • 2 টেবল চামচ টম্যাটো সস


  • 1 টেবল চামচ ভিনিগার


  • 1 চা চামচ গোল মরিচ গুঁড়ো


  • 2 চা চামচ নুন পরিমাণ মত


  • 2 চা চামচ চিনি স্বাদমত


  • 2 টেবল চামচ সয়াবিন তেল


  • 1 কাপ জল 2 টো ডিম


  • 3 টি কাঁচালঙ্কা কুচি

Directions

  • 1 কাপ জলে নুন ছড়িয়ে 2 প্যাকেট নুডলস সেদ্ধ করতে দিতে হবে।হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে
  • এবার কড়াইতে 2 টেবল চামচ তেল যোগ করে প্রথমে পেঁয়াজ কুচি,কড়াই শুঁটি,বিনস, গাজর,সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম,কাঁচালঙ্কা গুলো ভেজে তুলে রাখতে হবে। হাল্কা নুন পরিমান মত ছড়িয়ে দিতে হবে।বাকী তেলে 2 টি ডিম ভেজে রাখতে হবে
  • একটা আলাদা পাত্রে 2 টেবল চামচ সয়া সস,2 টেবল চামচ টম্যাটো সস,1 চা চামচ গোলমরিচ গুঁড়ো,1 টেবল চামচ ভিনিগার মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • কড়াইতে বাঁচা তেল দিয়ে সসের মিশ্রণ টা একটু ফুটিয়ে সব ভাজা সব্জী গুলো আর ডিম ভাজা ও মিশিয়ে নিতে হবে।পরিমাণ মত নুন ও স্বাদমত চিনি যোগ করতে হবে
  • এবার হাক্কা নুডলস গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম সাংহাই হাক্কা নুডলস পরিবেশন করুন