আপেল কাস্টার্ড টার্ট

Copy Icon
Twitter Icon
আপেল কাস্টার্ড টার্ট

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 30 Min

Ingredients

Serves : 3
  • 1 কাপ ময়দা


  • 2 টেবিল চামচ মাখন


  • 1/2 লিটার দুধ


  • 2 চা চামচ কাস্টার্ড পাউডার


  • 4 চা চামচ চিনি


  • 1/2 কাপ কোরান আপেল


  • 1 টা আপেল


  • 1 টেবিল চামচ লেবুর রস


  • 1 চা চামচ গলানো মাখন

Directions

  • ময়দার মধ্যে মাখন টা ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঠান্ডা জল দিয়ে ময়দা মেখে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিলাম 15 মিনিট।
  • ময়দাটা একটা বড় রুটি বেলে নিয়ে হার্ট সেপ কুকি কাটার দিয়ে কেটে নিলাম। এরপর এইগুলো মাফিন মোল্ডে ভালো করে ঢুকিয়ে দিয়ে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম।
  • মাফিন মোল্ড গুলো ফ্রিজে 10 মিনিট রেখে দিয়ে ওভেন প্রিহিট করে নিলাম।এরপর টার্ট গুলো 15 মিনিট বেক করে নিলাম।
  • কড়াইতে দুধ গরম হতে দিলাম এবং আধা কাপ দুধে কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিলাম।
  • দুধ ফুটে উঠলে কাস্টার্ড পাউডার এর দুধ মিশিয়ে দিলাম এরপর চিনি দিয়ে দিলাম। ঘন হয়ে আসলে গ্যাস বন্ধ করলাম।
  • কাস্টার্ড অল্প ঠান্ডা করে নিয়ে কোরান আপেলটা মিশিয়ে দিলাম। এরপর এই আপেল কাস্টার্ড টার্ট এর মধ্যে ভরে দিলাম।
  • গোটা আপেল টা পাতলা স্লাইস করে কেটে নিয়ে এরপর এতে 1 চামচ গলানো মাখন, চিনি গুঁড়ো ও লেবুর রস ভালো করে মিশিয়ে মাইক্রোওভেনে 30 সেকেন্ড ঘুরিয়ে নিলাম। এরপর পাতলা স্লাইস গুলো একটার পর একটা ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপের মত তৈরী করে নিলাম।
  • আপেলের গোলাপগুলো কাস্টার্ড এর উপর সাজিয়ে পরিবেশন করলাম