কেক মিস্টি র যুগলবন্দী

Copy Icon
Twitter Icon
কেক মিস্টি র যুগলবন্দী

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 2 Hr 0 Min

Total Time : 2 Hr 20 Min

Ingredients

Serves : 8
  • কেকের জন্য = 1 কাপ ময়দা


  • 1/3 কাপ কোকো পাউডার


  • 2 চা চামচ বেকিং পাউডার


  • 1 চা চামচ বেকিং সোডা


  • 2 টে ডিম


  • 2 কাপ গুঁড়ো চিনি


  • 1 চামচ ভ্যানিলা এসেন্স


  • 1 চা চামচ কফি পাউডার


  • 1 কাপ তেল


  • 100 গ্রাম সাদা মাখন


  • মাকুতির জন্য ‌=1 কাপ মুগ ডাল


  • 1/2 কাপ গোবিন্দ ভোগ চাল


  • 1 কিলো দুধ


  • 100 গ্রাম খোয়া


  • 150 গ্রাম চিনি


  • 2 টেবিল চামচ কিসমিস


  • 10 টা পেস্তা বাদাম কুচি


  • 10 টা কাজুবাদাম কুচি


  • 10 টা আলন্ড বাদাম কুচি


  • 1/2 চা চামচ এলাচিগুঁড়া


  • 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার

Directions

  • এরপর ১ টা ডিম নিন ওতে চিনি,মাখন, দিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন,ফোম হলে ডিমটা আর বাকি চিনি দিয়ে আবার ব্লেন্ড করুন।
  • ভালো ভাবে ডিম ব্লেন্ড হয়ে গেলে ওতে চেলে রাখা ময়দা টা দিন। আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করুন,সাদা তেল, ভ্যানিলা এসেন্স, কফি জলে গুলে দিয়ে আবার ব্লেন্ড করুন
  • ব্যাটার খুব ঘন ও হবে না আবার খুব পাতলা হবে না।ব্যাটারে চকো চিপস দিন।
  • এবার মোল্ড নিন,মোল্ডের সাইজের বাটার পেপার কেটে নিন।মোল্ডে অল্প মাখন মাখিয়ে বাটার পেপার টা বসিয়ে দিন মোল্ডের ভেতর।
  • এবার কেকের ব্যাটার টা মোল্ডে ঢেলে দিন।
  • ব্যাটারে যদি বাবল্ হয়ে তাহলে একটু ট্যাপ করে নিন।একটা টুটপিকের সাহায্য এ বাবল্ গুলো ফাটিয়ে দেবেন।
  • এবার একটা বড় প্যান নিন, ১ কাপ নুন দিয়ে ১০ মিনিট ফুল আঁচে প্রিহিট করে নিন। তারপর প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের মোল্ড টা বসিয়ে দিন।উপর দিয়ে প্যান ঢাকা দিয়ে একদম কম আঁচে ২৫/৩০ মিনিট রেখে দিন।
  • ২৫ /৩০ মিনিট পর কেক তৈরি হয়ে যাবে।
  • এবার মাকুতি বানাতে যে উপকরণ লাগবে।
  • জাফরান কে ১ কাপ গরম দুধে ভিজিয়ে দিন,চাল ও ডাল ধুয়ে ৩০ মিনিট রেখে দিন
  • এরপর চাল ও ডাল কে প্রেশার কুকারে ২ টো সিটি দিয়ে গলিয়ে নিন।তার পর পুরো ঠান্ডা হতে দিন চাল টা কে।সেদ্ধ চাল ঠান্ডা হয়ে গেলে মিক্সারে হাল্কা পিষে নিন।চাল ডাল মিহি করে পিষবেন না, একটু দানা দানা রাখবেন।
  • এবার একটা বড় মুখওয়ালা হাঁড়ি নিন, হাঁড়িতে দুধটা দিন, দুধ ফুটে উঠলে পিষে রাখা চাল ডালের মিশ্রণ টা আস্তে আস্তে দিয়ে নাড়ুন, একসাথে মিশ্রণ দেবেন না অল্প অল্প করে দেবেন।
  • মিশ্রণ ঢালার পর ক্রমশ নাড়াতে থাকবেন চামচ, না হলে হাঁড়ির তলা লেগে যাবে।
  • দুধ অল্প ঘন হয়ে এলে দুধে ভেজানো জাফরান,চিনি,খোয়া,কাজু, কিসমিশ, আমন্ড বাদাম কুচি দিন। দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে তখন এলাচ গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দিন
  • তৈরি বিহারের প্রসিদ্ধ মিস্টি মাকুতি,এবার এটাকে পুরো ঠান্ডা হতে দিন।
  • এবার বড় কেক টা বসান, তার উপর মাকুতি টা ভালো ভাবে লাগিয়ে দিন।কেকের ওপরে নিজের মন মতো সাজিয়ে পরিবেশন করুন