রেনবো নুডুলস

Copy Icon
Twitter Icon
রেনবো নুডুলস

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 30 Min

Ingredients

Serves : 2
  • 1প্যাকেট হাক্কা নুডুলস্


  • 1/2টি লাল বাধাকপি/ রেড ক্যাবেজ


  • 1টি বীট


  • 1টি গাজর


  • 1টি গোটা কাঁচা হলুদ


  • 1 আঁটি পালং শাক


  • 5-6 কোয়া রসুন কুচি করা


  • 3-4 চামচ সাদা তেল


  • 1চা চামচ সয়া সস্


  • 1চা চামচ ভিনিগার

Directions

  • নুডুলস্ সেদ্ধ করে নিয়েছি ।সেদ্ধ নুডুলস্ জল ঝরিয়ে তেল মাখিয়ে শুকনো হতে দিয়েছি।
  • লাল রং এর জন্য বিট নিয়ে কেটে জলে 10মিনিট ফুটিয়ে নিয়েছি।তারপর ঠান্ডা করে পেস্ট বানিয়ে ছেকে নিয়েছি।এবার কিছুটা নুডুলস্ নিয়ে ডুবিয়ে রেখেছি।
  • হলুদ রং এর জন্য কাচা হলুদ কেটে পেস্ট করে ছেকে নিয়েছি।তারপর কিছুটা নুডুলস্ তার মধ্যে দিয়ে রং হতে দিয়েছি।
  • গোলাপী রং এর জন্য বিটের রং থেকে কিছুটা আলাদা করে দুধ মিশিয়ে নিয়েছি। ও কিছু নুডুলস্ রং হতে দিয়েছি।
  • একই ভাবে পালং শাক সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি সবুজ রং এর জন্য।তারপর কিছুটা নুডুলস্ ভিজিয়ে রেখেছি।
  • বেগুনী রং এর জন্য রেড ক্যাবেজ সেদ্ধ করে ঠান্ডা করে পেস্ট করে ছেকে নিয়েছি।তারপর একই ভাবে নুডুলস্ ভিজিয়ে রেখেছি।
  • নীল রং এর জন্য অপরাজিতা ফুল জলে ফুটিয়ে নিয়েছি।সেই জলে কিছু নুডুলস্ ডুবিয়ে রেখেছি।
  • 1ঘন্টা সবরং এ নুডুলস্ ভিজিয়ে রেখেছি।
  • রং থেকে তুলে শুকিয়ে নিয়েছি।
  • এবার তেলে রসুন কুচি ফোঁড়ন দিতে হবে।ও একে একে প্রতিটি নুডুলস্ ভেজে নিতে হবে আলাদা করে।
  • সব রং আলাদা আলাদা ভাজতে হবে।
  • এবার সব নুডুলস্ একটি প্লেটে রেখে সয়া সস্ ও ভিনিগার দিতে হবে।
  • ভালো করে মিশিয়ে নিতে হবে নুডুলস্ গুলি।তৈরি নুডুলস্।