ছানা তাদিয়া.......

Copy Icon
Twitter Icon
ছানা তাদিয়া.......

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 25 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 5
  • (1) মিষ্টির ডো এর জন্য.....


  • 2 কাপ ছানা


  • 1 টেবিল চামচ ময়দা


  • 1/4 চা চামচ বেকিং সোডা


  • 1 টেবিল চামচ পাউডার সুগার


  • 1/4 চা চামচ এলাচ গুঁড়ো


  • (2) ভাজার জন্য......


  • 3 কাপ তেল/ঘি


  • (3) চিনির সিরাপের জন্য......


  • 1 কাপ চিনি


  • 1 কাপ জল


  • 1/2 চা চামচ এলাচগুঁড়ো


  • (4) ডেকোরেশনের জন্য.....


  • 1 কাপ ক্রিমচিজ


  • 2 থেকে 4 টি চেরিফল(কুঁচি করা)

Directions

  • একটি পাত্রে ছানা,চিনি,বেকিং সোডা,ময়দা,এলাচ গুঁড়ো নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে।ডো থেকে লেচি কেটে ডোনাট এর মত করে মিষ্টি গুলোকে বানিয়ে নিতে হবে।
  • এরপর চিনির সিরাপ রেডি করতে হবে।তারজন্য একটি প্যানে চিনি,জল,এলাচগুঁড়ো দিয়ে মাঝারি ঘনত্বের একটা সিরাপ বানিয়ে নিতে হবে।
  • মিষ্টি গুলোকে কম আঁচে ডুবো তেল/ঘি তে ভেজে নিতে হবে।
  • মিষ্টি গুলো ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা চিনির সিরাপে 2 ঘন্টা মতো ডুবিয়ে রাখতে হবে।
  • 2 ঘন্টা পর মিষ্টি গুলোকে সিরাপ থেকে তুলে নিতে হবে। এই ভাবেও পরিবেশন করতে পারেন।কিন্তু এখানে আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি। মিষ্টির উপরে ক্রিমচিজ ও চেরিফল দিয়ে ডেকোরেশন করেছি। তাহলেই রেডি " ছানা তাদিয়া"।