দুধ পুলি

Copy Icon
Twitter Icon
দুধ পুলি

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 1 Hr 0 Min

Total Time : 1 Hr 15 Min

Ingredients

Serves : 3
  • 1 লিটার তরল দুধ 200 গ্রাম খেজুর গুঁড় 1টি নারকেল 3 কাপ চিনি 1কে জি গোবিন্দ ভোগের চালের গুঁড়ো 1টেবিল চামচ ঘি

Directions

  • প্রথমে একটা প্যান এ ঘি গরম করে এলাচ গুঁড়ো আর 2টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে।
  • তারপর ওর মধ্যে নারকেল কোরা আর গুড় মেশাতে হবে,অনবরত নেড়ে যেতো হবে,যাতে একদম মিশে যায় আর এটা খেয়াল রাখতে হবে কম আঁচ যেনো থাকে,তৈরি পুর
  • এবার একটা সস্প্যান এ জল নিতে হবে পরিমান মতো তার মধ্যে নুন আর চালের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচারা করতে হবে,বেশ ঘন হলে নামিয়ে ঠান্ডা করে এক দম ছোটো ছোটো বল বানাতে হবে।
  • বল গুলো হাতে নিয়ে থেবরে দিয়ে একটু গর্ত করে তৈরি করে রাখা গুঁড় দিয়ে ভাঁজ করে দিতে হবে মুখ টা,মুখটা একদম বুজিয়ে দিতে হবে।
  • এবার গ্যাস এ দুধ জ্বাল দিয়ে একটু ঘন করতে হবে,তার মধ্যে পুলি গুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে,সাথে চিনি দিয়ে বেশ ঘন করতে হবে।তাহলেই তৈরি দুধ পুলি