চকলেট রোজ মোমো.......

Copy Icon
Twitter Icon
চকলেট রোজ মোমো.......

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 15 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 2
  • (1) মোমোর ডো এর জন্য......


  • 1.5 কাপ ময়দা


  • 1/4 চা চামচ লবন(স্বাদের জন্য)


  • 1/2 কাপ জল(পরিমান মতো)


  • 1 চা চামচ কোকো পাউডার


  • 1 টেবিল চামচ চকলেট সিরাপ


  • 1 কাপ গ্রেট করা চকলেট(মোমোর স্টাফিং এর জন্য)

Directions

  • প্রথমে একটি পাত্রে ময়দা নিতে হবে। স্বাদমতো লবন দিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে।
  • এরপর ডো থেকে কিছুটা নিয়ে(মোটামুটি 1/3 ভাগ মতো) তার সাথে কোকো পাউডার ও চকলেট সিরাপ মিশিয়ে চকলেট ডো বানিয়ে নিতে হবে।
  • মোমোর স্টাফিং এর জন্য চকলেট নিতে হবে। ইচ্ছে মতো চকলেট নিতে পারেন।
  • চকলেট গ্রেট করে নিতে হবে।
  • সাদা ডো টাকে লম্বা আকারের করে নিতে হবে।যেমনটা নিচের ছবিতে দেওয়া আছে।
  • তারপর চকলেট ডো তাকে রুটির মতো কিন্তু একটু লম্বা আকারে বেলে নিতে হবে।
  • চকলেট ডো দিয়ে বানানো রুটির উপরে লম্বা সাদা ডো রাখতে হবে যেমনটা নীচে ছবিতে দেওয়া আছে।
  • তারপর রোল করে গোল গোল করে কেটে নিতে হবে।
  • একটি করে গুলি নিয়ে লুচির আকারে বেলে নিতে হবে। এরপর নিচের ছবিতে যেমন দেওয়া আছে তেমন ভাবে রাখতে হবে।
  • মাঝখানে লম্বা করে গ্রেট করা চকলেট দিতে হবে।
  • নিচের ছবিতে যেমন দেওয়া আছে তেমন করতে হবে। হাত দিয়ে রোল করতে হবে।
  • এইভাবে সব মোমো গুলো বানিয়ে নিতে হবে। মোমো স্ট্যান্ডে 15 মিনিট মতো স্টিম করতে হবে।
  • তাহলে রেডি "চকলেট রোজ মোমো"।