চকলেট কাস্টার্ড.........

Copy Icon
Twitter Icon
চকলেট কাস্টার্ড.........

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 15 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • 1/2 কাপ কাস্টার্ড পাউডার


  • 1/4 কাপ কোকো পাউডার


  • 3/4 কাপ চিনি


  • 4 কাপ দুধ(1 কাপ 3 কাপ)


  • 2 টেবিল চামচ চকলেট সিরাপ 1/2 কাপ ক্রিম


  • 2 টেবিল চামচ খোয়াখীর(অপসোনাল)


  • 1 চা চামচ কোকো পাউডার(ডেকোরেশনের জন্য)


  • 1 চা চামচ পাউডার সুগার(ডেকোরেশনের জন্য)

Directions

  • প্রথমে একটি পাত্রে কাস্টার্ড পাউডার নিতে হবে।
  • একে একে কোকো পাউডার ও চিনি নিতে হবে।
  • তারপর 1 কাপ দুধ ও চকলেট সিরাপ নিতে হবে।
  • সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে।
  • এরপর গ্যাসে করাই বা প্যান বসিয়ে চকলেট-কাস্টার্ড এর লিকুইড টা ঢেলে দিতে হবে।
  • একদম কম আঁচে বাকি 3 কাপ দুধ,ক্রিম এবং খোয়াখীর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খোয়াখীর না দিলেও হবে।
  • কম আঁচে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যতক্ষন না মিশ্রণটি ঘন হয়ে আসে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে।
  • মিশ্রণটা হয়ে এলে নামিয়ে নিতে হবে।তারপর সারভিং গ্লাস বা বাটিতে রেখে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে।
  • 2 ঘন্টা পর পুরোপুরি সেট হয়ে গেলে উপরে কোকো পাউডার ও পাউডার ছড়িয়ে সার্ভ করতে হবে।