চিজ পুডিং

Copy Icon
Twitter Icon
চিজ পুডিং

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 45 Min

Total Time : 1 Hr 5 Min

Ingredients

Serves : 4
  • 1 কাপ ছানা (বাড়ির তৈরি)


  • 1 কাপ চিনির গুরু


  • 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স


  • 2 টি ডিম


  • 3 টেবিল চামচ চিনি


  • 1/2 কাপ দুধ


  • 1 চা চামচ বেকিং পাউডার

Directions

  • প্রথমে ছানাটাকে মিক্সার ব্লেন্ডার খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এতে ক্রিম চিজ তৈরি হবে।
  • এরপর তাতে হাফ কাপ চিনির গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিন।
  • এরপর একটি প্যানে 3 টেবিল চামচ চিনি নিয়ে তাতে এক টেবিল চামচের বেশি একটু জল দিয়ে হালকা হালকা গরম করে ক্যারামেল তৈরি করুন।
  • এরপর যে বাটি বা মোল্ডে পুডিং তৈরি করবেন তাতে ক্যারামেল ঢেলে ভালো করে সেট করে নিন।
  • এরপর একটি বাটিতে ক্রিম চিজ এর সাথে বেকিং পাউডার দিন বাকি চিনি ও দুধ মিশিয়ে এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে খুব ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন।
  • মিশ্রণটি যে বাটিতে পুডিংয়ের ক্যারামেল রাখা আছে সেই বাটির মধ্যে ঢেলে দিন তারপর একটি বেকিং ট্রে অর্ধেক জল নিয়ে বাটিটি হাফ ডুবিয়ে রাখুন।
  • বেকিং ট্রে টি প্রি হিটেড মাইক্রো ওভেনে 180 ডিগ্রী সেলসিয়াস এ 40 থেকে 45 মিনিটের জন্য বেক হতে দিন।
  • টুথপিক দিয়ে চেক করে যখন দেখবেন পুডিং তৈরি তখন ওভেন থেকে বের করে নিয়ে দু ঘন্টার জন্য পুডিং এর বাটিটা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করুণ চিজ পুডিং।