কোকোনাট রোজ কাজু বরফি

Copy Icon
Twitter Icon
কোকোনাট রোজ কাজু বরফি

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 5
  • 100 গ্রাম কাজু বাদাম


  • 50 গ্রাম নারকেল গুঁড়ো বা ডেসিকেটেড নারকেল


  • 5 টেবিল চামচ চিনি


  • 2 টেবিল চামচ ঘি


  • 1 টেবিল চামচ পেস্তা কুচি


  • 2 ফোঁটা রোজ এসেন্স


  • 2 ফোটা গোলাপি ফুড কালার

Directions

  • প্রথমে কাজুবাদাম গুলিকে একটি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে বা গুঁড়ো করে নিতে হবে।
  • এরপর প্যানে চিনি ও এক কাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়ে ওর মধ্যে কাজু বাদামের গুঁড়ো এবং নারকেল গুঁড়ো মিশিয়ে ক্রমাগত নাড়তে হবে এরপর একটু ঘন হয়ে এলে এতে কয়েক ফোটা গোলাপ এসেন্স ও গোলাপি ফুড কালার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে
  • যখন প্যানের চারিপাশ থেকে মিশ্রণ ছাড়তে শুরু করবে তখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে।
  • এরপর একটি ট্রে বা বড় থালায় ঘি ব্রাশ করে ওই মিশ্রণটি ঢেলে নিয়ে ওপর থেকে চামচে করে একটু চেপে চেপে দিয়ে পেস্তা কুচি মিশিয়ে দু তিন ঘন্টা রেখে দিতে হবে।
  • ঠান্ডা হলে ছুরি করে নিজের ইচ্ছামত আকারে কেটে বরফি পরিবেশন করুন।