সুইট কাটোরি.......

Copy Icon
Twitter Icon
সুইট কাটোরি.......

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 4
  • (1) কাটোরির ডো এর জন্য.....


  • 10/12 টি ওরিও বিস্কিট


  • 2 টেবিল চামচ মিল্কমেইড/কনডেন্সড মিল্ক


  • (2) কাটোরির স্টাফিং এর জন্য......


  • 1 টেবিল চামচ কাজু কুঁচি


  • 1 টেবিল চামচ কিশমিশ কুঁচি


  • 1 টেবিল চামচ খেজুর কুঁচি


  • 1/2 টেবিল চামচ চেরিফল কুঁচি


  • 2 টেবিল চামচ মিল্ক পাউডার


  • 3 টেবিল চামচ মিল্কমেইড


  • (3) ডেকোরেশন এর জন্য.....


  • 4/5 টি চেরিফল

Directions

  • কাটোরির প্রধান উপকরণ হলো ওরিও বিস্কিট।
  • বিস্কিটের সাদা অংশ গুলো বাদ দিয়ে মিক্সিতে বা সিলে গুঁড়ো করে নিতে হবে। সাদা অংশ গুলোকে ডেকোরেশনের জন্য রাখতে পারেন।
  • তারপর বিস্কিটের গুঁড়োর সাথে মিল্কমেইড মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে।
  • ডো থেকে কাটোরির আকারে গড়ে নিতে হবে যেমনটা নিচের ছবিতে দেওয়া আছে।আমার এখানে মোট 4 টি মতো কাটোরি হয়েছে।
  • একটি পাত্রে কাজু,কিশমিশ, চেরি,খেজুর কুঁচি মিশিয়ে নিতে হবে।
  • তারপর একে একে মিল্ক পাউডার ও মিল্কমেইড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • তাহলে স্টাফিং রেডি।
  • সব রেডি হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা কাটোরিতে অল্প অল্প করে স্টাফিং দিতে হবে।
  • সুইট কাটোরি রেডি হয়ে গেলে উপরে ওরিও বিস্কিটের সাদা অংশ ও চেরিফল দিয়ে পরিবেশন করতে হবে, তাতে সুইট এর আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে।তাহলেই রেডি "সুইট কাটোরি"। এই ডেজার্ট টি খুব সহজে এবং বিনা আগুনে বানানো যায়।