মালাই চমচম

Copy Icon
Twitter Icon
মালাই চমচম

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 50 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 5
  • 1 লিটার দুধ


  • 2 চা চামচ ভিনেগার


  • 1.5 কাপ চিনি


  • 1/2 টেবিল চামচ ময়দা


  • 1 টেবিল চামচ গুঁড়ো চিনি


  • 50 গ্রাম খোয়া


  • 1/3 কাপ দুধ (পুর বানানোর জন্য


  • 1/3 কাপ দুধ (পুর বানানোর জন্য)

Directions

  • দুধ ফুটলে ভিনেগার দিয়ে ছানা কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে জল নিংড়ে নিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে ৫ মিনিট মেখে নিতে হবে। ময়দা দিয়ে আবার ৭ মিনিট মাখতে হবে
  • চ্যাপ্টা চ্যাপ্টা চমচম আকারে বানিয়ে নিতে হবে
  • একটা পাত্রে জল ও 1.5 কাপ চিনি দিয়ে চিনি গুলে গেলে ফুটন্ত জলে চমচম দিয়ে 18 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়ে
  • তুলে রাখতে হবে । খোয়া, গুঁড়ো চিনি, 1/3 কাপ দুধ একসাথে মিশিয়ে পুর বানাতে হবে । চাকু দিয়ে চমচম এমনভাবে কাটতে হবে যে একপাশ লেগে থাকবে। চামচ দিয়ে পুর ভরে 1 ঘন্টা ফ্রিজে রেখে মাঝখান থেকে কাটতে হবে।