চকোলেট পাটিসাপটা

Copy Icon
Twitter Icon
চকোলেট পাটিসাপটা

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 1
  • ১ কাপ চালের গুঁড়ো ১/২ কাপ ময়দা ১ টেবিল চামচ সুজি ৪ টেবিল চামচ খেজুর গুড় ১০০ গ্রাম খোয়াক্ষীর ১ টেবিল চামচ ঘি ১ কাপ দুধ সামান্য নুন ১চা চামচ চিনি ১ চা চামচ কোকো পাউডার ১ টি চেরী ১ চা চামচ সাদা তেল

Directions

  • প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো, ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে নিতে হবে । অল্প করে দুধ কোকো পাউডার খেজুর ঝোলা গুড় ও সামান্য নুন দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে না ঘন আর বেশি পাতলা না হয় । অন্য একটি পাত্রে খোয়াক্ষীর নিয়ে ওর মধ্যে সামান্য একটু চিনি ও খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার গ্যাসে ননস্টিক প্যান বসিয়ে গরম হলে তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে ঢেকে দিতে হবে । ২ মিনিট পর ঢাকনা সরিয়ে পাটিসাপটার উপর খোয়াক্ষীর পুর দিয়ে মুড়িয়ে নিতে হবে । দুপিঠ ভালো করে ভাজা হলে অল্প ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। চেরী দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।