কালোজাম

Copy Icon
Twitter Icon
কালোজাম

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 20
  • 2লিটার দুধ


  • 200গ্রাম খোয়া


  • 1কেজি চিনি


  • 250 grm - ঘি ভাজার জন্য


  • 1চিমটি বেকিং পাউডার


  • 2টা পাতি লেবু


  • 10 টা করে( ভিতর র পুর র জন্য)- কাজু,কিসমিস,আমন্ড-সব নিয়ে মিহি করে কুচানো


  • 1 চিমটি কেশর রং

Directions

  • প্রথমে দুধ এ র থেকে ছানা তৈরি করতে হবে।আমি দুধ ফুটিয়ে লেবু র রস দিয়ে ছানা তৈরি করেছি।
  • ছানা 2 ঘন্টা ঠান্ডা করে,জল ঝরিয়ে নিয়েছি।ছানা র সাথে,খোয়া,বেকিং পাউডারমিশিয়ে ভালো করে মেখে নিয়েছি।
  • এবার 1/6ভাগ ছানা নিয়ে তাতে পুর র সব উপকরণ মিশিয়ে 20 টা ছোট বল বানিয়ে রেখেছি।
  • বাকি ছানা তা থেকে 20 তা বল বানিয়ে,ছোট বল গুলো তার মধ্যে দিয়ে কালোজাম র আকারে গড়ে নিয়েছি।
  • কড়াই এ ঘি গরম করে অল্প আঁচ এ ধিরে ধিরে ভেজে নিয়েছি।
  • যতটা চিনি,ততটাই জল দিয়ে এক তার চিনির রস তৈরি করেছি।
  • কালোজাম গুলো ভেজে গরম রস এ দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি।এইভাবেই কালোজাম তৈরি হয়ে গেছে।