দুধ পুলি

Copy Icon
Twitter Icon
দুধ পুলি

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 2
  • 2 কাপ চালের গুঁড়ো


  • 1 চা চামচ নুন


  • 1 লিটার দুধ


  • 4 টেবিল চামচ চিনি


  • 1/2 কাপ খেজুর গুড়


  • 1 কাপ নারকেলের পুর

Directions

  • কড়াইতে 2 কাপ জল ফুটতে দিলাম। জলে পরিমাণমতো নুন মিশিয়ে দিলাম জল ফুটে গেলে চালের গুড়া দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম।
  • কিছুক্ষণ পর চালের গুঁড়ো টা ভালো করে মেখে নিলাম এরপর এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে ছোট বাটির মতো বানিয়ে নিলাম
  • বাটির ভেতরের নারকেলের পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে পিঠে বানিয়ে নিলাম
  • কড়াইতে দুধ গরম করতে দিলাম। এরপর পিঠাগুলো কম আঁচে দুধের মধ্যে দিয়ে দিলাম।
  • পিঠে গুলো সেদ্ধ হয়ে গেলে দুধের মধ্যে চিনি টা দিয়ে দিলাম এবং চিনি গলে গেলে গ্যাস বন্ধ করলাম
  • এরপর দুধের মধ্যে খেজুর গুড় মিশিয়ে দিলাম এবং ঠান্ডা হলে দুধপুলি পরিবেশন করলাম