ভাপা দৈ পুকুরে দুধপুলি

Copy Icon
Twitter Icon
ভাপা দৈ পুকুরে দুধপুলি

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 2 Hr 0 Min

Total Time : 2 Hr 30 Min

Ingredients

Serves : 5
  • 1 হাঁস ও প্রজাপতি বানানোর জন্য-


  • 1 কাপ ময়দা


  • 2-3 চামচ চালের গুঁড়ো


  • 1বাটি নারকেল কোরা


  • 1টি গাজর(হাঁসের ঠোট বানানোর জন্য)


  • 20টি লবঙ্গ


  • 3-4 চামচ সাদা তেল


  • 2.ভাপা দই বানানোর জন্য-


  • 500 গ্রাম দই


  • 1 কাপ দুধ


  • 8-9টি কেশর


  • 1/2 কাপ মিল্কমেড


  • 1/2 কাপ গুঁড়ো চিনি


  • 1/2 কাপ গুঁড়ো দুধ

Directions

  • প্রথমে ভাপা দই বানিয়ে নিন।ভাপা দই বানাতে প্রথমেই দইটা ভালো করে ফেটিয়ে একটি সাদা কাপড়ে দই দিয়ে 2ঘন্টা ঝুলিয়ে জল ঝড়িয়ে নিন।
  • কেশরটা অল্প গরম জলে ভিজিয়ে দিন।
  • এবার জল ঝরানো দইতে মিল্কমেড,দুধ,মিল্ক পাউডার,গুড়ো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
  • এবার কেশর ভেজানো দুধ মিশিয়ে গাঢ় মিশ্রন তৈরি করতে হবে।
  • মিশ্রনটি পরিস্কার পাত্রে ঢেলে নিন।
  • উপরে কেশর ছড়িয়ে দিন।
  • পাত্রের মুখ অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ঢেকে স্টিমারের নিচে জল দিয়ে ইডলি স্ট্যান্ডের উপর বসিয়ে দিন।
  • 15-20মিনিট চাপা দিয়ে স্টিম করে টুথপিক দিয়ে দেখে নিতে হবে চিটে যাচ্ছে কিনা।টুথপিকে উঠে না এলে তৈরি নয়তো আরো 5মিনিট স্টিম করুন।
  • 2ঘন্টা ফ্রিজে রেখে দিলেই তৈরী।
  • এবার হাস ও প্রজাপতি বানাতে চালের গুঁড়োও ময়দাতে নুন ও তেল ময়ান দিয়ে ডো বানিয়ে নিন।30মিনিট ভেজা কাপড় দিয়ে রাখুন।
  • হাঁসের ভিতরের পুর বানাতে নারকেল ও গুড় কুড়িয়ে নিন।তারপর এলাচের দানা মিশিয়ে ভালো করে মেখে নিন।
  • দুরকম আকারের ডো বানিয়ে নিতে হবে।নিচে ছবির মতো।
  • বড় ডোটি বেলে নিন পাতলা করে।ভিতরে নারকেল পুর দিন।
  • ভালো করে মুড়িয়ে সাইডটা ডিজাইন করে মুড়ে নিন যেমন ছবিতে দেখানো হয়েছে।
  • এবার একটি বাটিতে সামান্য ময়দা ও জল দিয়ে মিশ্রন বানিয়ে রাখুন।এই মিশ্রনটি সাইডে লাগিয়ে নিচের ছবির মতো ভাজ করুন।সাইডে ময়দার মিশ্রনটি লাগালে আর খুলবেনা স্টিম করার সময়।
  • ছোটো ডোটি বেলে তার মধ্যে পুর দিয়ে গোল করে নিন।
  • টুথপিক ছোটো করে কেটে নিয়ে মুখে ময়দা মাখিয়ে মাথার সাথে যুক্ত করে দিন।
  • হাঁসের দেহের উপর আটকে দিন।
  • লবঙ্গ দিয়ে চোখ বানান।গাজর ছোটো করে ঠোটের আকারে কেটে ঠোট বানিয়ে নিন।হাঁস তৈরি।
  • প্রজাপতি বানাতে ছোটো ছোটো ময়দা দিয়ে পাতার আকার গড়ে নিন।
  • পাতাগুলিকে একসাথে ছবির মতো আটকে প্রজাপতির মতো আকার দিন।উপরে নারকেল পুর ছড়িয়ে দিন।মাঝে লবঙ্গ দিন।তৈরি প্রজাপতি
  • কুকারে নিচে জল দিয়ে উপরে ফুটো ফুটো পাত্রে তেল মাখিয়ে উপরে বসিয়ে নিন।হাঁসগুলি সাবধানে তার উপর বসিয়ে দিন।
  • একই ভাবে আর একটি প্রজাপতি গুলিও বসিয়ে দিন।ঢাকা দিয়ে 15মিনিট স্টিম করুন।
  • তৈরি আমাদের মজাদার ডেসার্ট।দইয়ের উপর হাঁসগুলি বসিয়ে ও প্রজাপতি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।