ভাজা পোটলি পুলি পিঠে

Copy Icon
Twitter Icon
ভাজা পোটলি পুলি পিঠে

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
  • খোয়া ক্ষীর 1কাপ চালের গুঁড়ো ৪কাপ নুন স্বাদ মতো সাদা তেল পরিমান মতো সাজাবার জন্য ধনেপাতা ডাটা সমেত কয়েকটা

Directions

  • প্রথমে চালের গুঁড়ো নুন আর প্রয়োজনীয় উষ্ম গরম জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে।
  • এবার হাতের তালুর সাহায্যে গোল করে গর্ত করতে হবে ,তারমধ্যে খোয়া ক্ষীর দিয়ে মুখটা কুচি করে চ্যাপ্টা করে দিতে হবে,দেখতে পুরো পুটলির মতো হবে।
  • তারপর প্যান এ তেল গরম করে পিঠে গুলো ভেজে নিয়ে টিস্যু পেপার এর ওপর রাখতে হবে,যাতে বাড়তি তেল শুষে নেয়।
  • পরিবেশন করার সময় ধনেপাতার ডাটা ওই মুখ গুলো বেঁধে দিতে হবে,তাহলেই তৈরি ভাজা পোটলি পুলি পিঠে।
  • *এটা চিনি বা গুড়ের রস বা দুধের মধ্যে দিয়েও তৈরি করার যায়।