চিকেন মালাই কাবাব

Copy Icon
Twitter Icon
চিকেন মালাই কাবাব

Description

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 45 Min

Total Time : 2 Hr 45 Min

Ingredients

Serves : 4
  • 500 gm চিকেন ছোট করে কুচানো


  • 2 চা চামচ আদা রসুন বাঁটা


  • 3 চা চামচ কাজু পেস্ট


  • 2 চা চামচ আলমন্ড পেস্ট


  • 2 চা চামচ কালো মরিচ গুঁড়ো


  • 3 চা চামচ নুন


  • 1 চা চামচ চিনি


  • 1/2 কাপ টক দই


  • 2 চা চামচ কর্নফ্লাওয়ার


  • 2 টি গ্রীল স্টিক


  • 1 চা চামচ সাদা তেল


  • 1 টি ক্যাপসিকাম কিউব করে কাটা


  • 1 টি টম্যাটো কিউব করে কাটা


  • 2 টি পেঁয়াজ কিউব করে কাটা

Directions

  • প্রথমে মারিনেশনের জন্য 500 গ্রাম চিকেন, 1/2 কাপ টক দই, 3 চা চামচ কাজু বাঁটা, 2 চা চামচ আমন্ড পেস্ট, 2 চা চামচ কালমরিচের গুঁড়ো,2 চা চামচ আদা রসুন বাঁটা,পরিমাণ মত নুন,1 চা চামচ চিনি ভালো করে মিশিয়ে রেফ্রিজারেট করতে হবে অন্তত 2 ঘন্টার জন্য।আর গ্রিল স্টিক গুলোকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে।
  • এরপর ফ্রিজ থেকে বার করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে।এরপর গ্রিল করার প্যানে 1 চা চামচ সাদা তেল দিয়ে চিকেন গুলো হাল্কা করে সেঁকে নিতে হবে একদম কম আঁচে।
  • এবার গ্রীল স্টিক গুলোতে ক্যাপসিকাম কিউব,পেঁয়াজ কিউব, টম্যাটো কিউব গেঁথে চিকেন দিয়ে ক্রমে একই সজ্জা পদ্ধতিতে 2 টি স্টিক বানাতে হবে।
  • ওভেনে স্মোকি ভাব আনার জন্য উপর থেকে পুরো স্টিক তা আগুনে পোড়ালে স্মোকি ফ্লেভার চলে আসবে।
  • এরপর চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন চিকেন মালাই কাবাব।বানাতে পারেন ওভেনে।