গ্রিল কলিফ্লাওয়ার.....

Copy Icon
Twitter Icon
গ্রিল কলিফ্লাওয়ার.....

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 2
  • 2 টি বড়ো সাইজের ফুলকপির পিস


  • 1/2 কাপ দই


  • 1 টেবিল চামচ আটা


  • 1 টেবিল চামচ চালের গুঁড়ো


  • 1 টেবিল চামচ কনফ্লাওয়ার


  • 1/2 চা চামচ লবন


  • 1 চা চামচ লঙ্কাগুঁড়ো


  • 1/2 চা চামচ হলুদ


  • 1 চা চামচ আদা-রসুন বাটা


  • 1/2 চা চামচ তন্দুরি মশলা


  • 1/2 চা চামচ গরম মসলা

Directions

  • প্রথমে ফুলকপি জলে 7 থেকে 8 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে।
  • একটি বাটিতে একে একে দই,আটা, চালের গুঁড়ো, কনফ্লাওয়ার,লবন,হলুদ,লঙ্কাগুঁড়ো, তন্দুরি মসলা,গরম মসলা,আদা-রসুন বাটা ইত্যাদি উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে।
  • সিদ্ধ করে রাখা কলিফ্লাওয়ার গুলোকে ব্যাটারে দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করতে হবে
  • 10 মিনিট পর কলিফ্লাওয়ার গুলোকে শিকে গেঁথে গ্রিল করতে হবে।
  • তাহলে রেডি"গ্রিল কলিফ্লাওয়ার"। গরম গরম যেকোনো সসের সাথে পরিবেশন করতে হবে।