চিকেন সাসলিক কাবাব

Copy Icon
Twitter Icon
চিকেন সাসলিক কাবাব

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 20 Min

Total Time : 1 Hr 20 Min

Ingredients

Serves : 6
  • 250 গ্ৰাম বোনলেস চিকেন কিউব


  • 1 চা চামচ আদা রসুন বাটা


  • 1 চা চামচ সোয়া সস


  • 1 চা চামচ রেড চিলি সস


  • 1 টেবিল চামচ টমেটো সস


  • 1 চা চামচ ভিনেগার


  • 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ করে জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো 1 টি বড়ো সাইজের পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটোর কিউব


  • 3 টেবিল চামচ তেল


  • 6 টি কাবাব স্টিক

Directions

  • প্রথমে সমস্ত উপকরণ গুলোকে একসাথে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টার জন্য।
  • একঘন্টা পরে সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেলে কাবাব স্টিকের মধ্যে একে একে চিকেনের কিউব ,পেঁয়াজের কিউব ,ক্যাপসিকামের কিউব , টমেটোর কিউব পরপর গেঁথে দিতে হবে।
  • এরপর গ্রিল প্যান অথবা নরমাল প্যানে তেল ব্রাশ করে নিতে হবে ভালো করে এবং একে একে কাবাব স্টিক গুলোকে উপরে দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে চিকেন গুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অব্দি চারপিঠ সমান করে ভেজে নিতে হবে।