Panjabi Chicken Chapli Kabab

Copy Icon
Twitter Icon
 Panjabi Chicken Chapli Kabab

This versatile meat can be prepared in so many ways and we have the best chicken recipes for you.

Cooking Time

Preparation Time :6 Min

Cook Time : 8 Min

Total Time : 14 Min

Ingredients

Serves : 6
  • 300 গ্রাম বোনলেস চিকেন


  • 1 টেবিল চামচ আদা রুসুন বাটা


  • 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়া


  • 3 টা কাঁচা লঙ্কা কিমা


  • 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া


  • 1/2 টেবিল চামচ ধোনে গুঁড়া


  • 1 টেবিল চামচ লেবুর রস


  • 1/2 চা চামচ নুন


  • 2 টেবিল চামচ ধনেপাতা কুচি


  • 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স


  • 1 টা ডিম


  • 4 টেবিল চামচ বেসন


  • 3 টা পিঁয়াজ কিমা


  • 2 টেবিল চামচ আনার দানা


  • 1 টেবিল চামচ চাট মশলা


  • 2 টেবিল চামচ বাটার


  • 1 টা টম্যাটো কিমা


  • 4 টেবিল চামচ ঘি

Directions

  • প্রথমে শুকনো খলায় বেসন ভেজে নিতে হবে ।এবার কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ নরম করে ভেজে নিতে হবে । চিকেন পেস্ট করে নিতে হবে । এবার একটা পাত্রে ঘি বাদ রেখে চিকেন পেস্ট ও সব উপকরন একসাথে ভালো করে মেখে চ্যাপ্টা করে গড়ে নিয়ে, ফ্রাই প্যানে ঘি দিয়ে গরম হলে গড়ে নেওয়া কাবাব গুলো কে উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই রেডি , পাঞ্জাবী চিকেন চাপলি কাবাব ।