Close Button

গ্রিলড চিকেন

share
গ্রিলড চিকেন

Description

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 2

  • চিকেন 1 কেজি

  • টক দই 350 গ্রাম

  • গোলমরিচ গুঁড়ো 3 চামচ

  • হলুদ গুঁড়ো 1 চামচ

  • চাট মসলা 2 চামচ

  • আদা রসুনের পেস্ট 3 চামচ

  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ

  • ধনে গুঁড়ো 2 চামচ

  • জিরেগুঁড়ো 2 চামচ

  • লবণ 2 চামচ

Directions

  • 01

    প্রথমে চিকেন ভালো করে ধুয়ে তাতে টক দই এবং বাকি সমস্ত মসলা দিয়ে মেখে তিন-চার ঘণ্টার জন্য রেখে দিতে হবে

  • 02

    এবার তন্দুরের মধ্যে কাঠ-কয়লা জ্বালিয়ে আগুন ধরিয়ে এটাকে তৈরি করতে হবে

  • 03

    লোহার শিকের মধ্যে চিকেন টুকরোগুলোকে এক এক করে গেঁথে নিতে হবে

  • 04

    দশ মিনিট ধরে তন্দুরির উপর রেখে চিকেন গুলোকে রোস্ট করতে হবে

Review

0

Please Login to comment

Link copied