চেরি চিংড়ির কাবাব

Copy Icon
Twitter Icon
চেরি চিংড়ির কাবাব

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 2
  • পরিষ্কার করে ছাড়ানো 10 টি বড় বাগদা চিংড়ি


  • নুন 1 টেবিল চামচ


  • 10 টি চেরি


  • 1টি সবুজ বেলপেপার কিউব করে কাটা


  • 1টি হলুদ বেলপেপার কিউব করে কাটা


  • ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ


  • টক দই 2 টেবিল চামচ


  • তেল 2 টেবিল চামচ


  • মাখন 1 টেবিল চামচ


  • আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ


  • কাঁচালঙ্কা বাটা 1 চা চামচ


  • পাতিলেবু 1 চা চামচ


  • এলাচ গুঁড়ো 1 চা চামচ


  • জায়ফল গুঁড়া 1/2 চা চামচ


  • জয়িত্রী গুঁড়া 1/2 চা চামচ


  • দারচিনি গুঁড়ো 1/2 চা চামচ


  • চারকোল 1 টি

Directions

  • টকদই, পাতিলেবু,নুন,ফ্রেশ ক্রিম আর আদা রসুনের পেস্ট দিয়ে চিংড়িগুলো আর বেলপেপার গুলো 15 মিনিট ম্যারিনেট করে রাখুন
  • সব মসলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে মেখে নিন
  • স্কিউয়ারে চিংড়ি আর বেল পেপার গুলো লাগিয়ে নিন
  • প্রত্যেকটা চিংড়ির মাঝে একটা করে চেরি দিয়ে দিন
  • চিংড়ি গুলোতে ভালো করে তেল ব্রাশ করুন
  • 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট ওভেন প্রিহিট করুন
  • স্কিউয়ারে গেঁথে রাখার চিংড়িগুলো 180 ডিগ্রিতে 15 মিনিট ওভেনে গ্রিল করুন
  • চারকোল গরম করে নিন
  • একটা প্লেটে কাবাবগুলো সাজিয়ে মাঝখানে চারকোল টি রেখে উপর থেকে বাটার টি রাখুন
  • এবার একটা বড় বাটি দিয়ে ঢেকে দিন
  • গরম গরম পরিবেশন করুন মজাদার চেরি চিংড়ির কাবাব