- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 5
Cook Time : 5
Total Time : 10
Ingredients
Serves 4
6 কোয়া ব্রকলি
3 কোয়া ফুলকপি
1/3 ভাগ হলুদ ক্যাপসিকাম
1/3 ভাগ লাল ক্যাপসিকাম
1/3 ভাগ সবুজ ক্যাপসিকাম
2 টা পিঁয়াজ
1 টা গাজর
2 টা বেবি কর্ন
3 টেবিল চামচ টকদই
1/2 চা চামচ হলুদ গুঁড়া
1/2 চা চামচ নুন
1 টেবিল চামচ আদা রুসুন এর রস
1 চা চামচ চাট মশলা
1 চা চামচ সাদা তেল
1 চা চামচ গোলমরিচ গুঁড়া
1 চা চামচ ভাজা ধোনে গুঁড়া
1 চা চামচ ঘি
Directions
প্রথমে সব সব্জি ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে । এবার একটা পাত্রে দই,ধোনে গুঁড়া,গোলমরিচ গুঁড়া,নুন,হলুদ,চাট মশলা,আদা রুসুন এর রস ও সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে । এবার সব্জি গুলোকে কাবাব টিকে গেঁথে নিতে হবে ।এবার ফ্রাই প্যানে ঘি ব্রাশ করে গরম হলে কাবাব স্টিক গুলো দিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে ফ্রাই করে নিলেই রেডি ভেজিটেবল কাবাব , গরম গরম পরিবেশন ।
Kabita Maiti
73 Recipes