পনির টিক্কা ফ্রাই

Copy Icon
Twitter Icon
পনির টিক্কা ফ্রাই

Description

Cooking Time

Preparation Time :30 Hr 0 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Hr 15 Min

Ingredients

Serves : 2
  • 200 গ্রাম পনির


  • 1/2 কাপ টক দই


  • 6-7 পিস কিউব করে কাটা রেড বেল পেপার


  • 6-7 পিস হলুদ বেল পেপার


  • 6-7 পিস ক্যাপসিকাম


  • 2 টো মিডিয়াম পেঁয়াজ কিউব করে কাটা


  • 1 টেবিল চামচ তন্দুরি মসলা


  • 1 টেবিল চামচ ধনে গুঁড়ো


  • 1/2টেবিল চামচ হলুদ গুঁড়ো


  • 1-1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো


  • 2 টেবিল চামচ নুন


  • 1/2 টেবিল চামচ লেবুর রস


  • 1 টেবিল চামচ ব্যাটার


  • 7-8পিস ছোট টুথপিক


  • 1 টেবিল চামচ আদা বাটা


  • 1-1/2 টেবিল চামচ রসুন বাটা

Directions

  • প্রথম একটা পাত্রে কিউব করা পনির জলে ভিজিয়ে নিয়েছি 10 মিনিট এর জন্য
  • এবার অন্য একটা পাত্রে মসলা ব্যাটার ছাড়া মিশিয়ে নিয়েছি
  • সব মসলা ভালো ভাবে মিশানোর পর জল ঝরানো পনির , বেল পেপার, পেঁয়াজ , ক্যাপসিকাম দিয়ে 20 মিনিট এর জন্য মাখিয়ে রেখেছি
  • এবার একটা ননস্টিক এর তাওয়া তে ব্যাটার ব্রাশ করে নিয়ে কম আঁচে বসিয়েছি
  • ছোট টুথপিক এ মধ্যে একটা পেঁয়াজ একটা পনির, ক্যাপসিকাম, আবার একটা পনির, বেল পেপার দিয়ে এই ভাবে সব কটা তে ঢুকলাম
  • এবার তাওয়াতে একটা একটা দিয়ে কিছুক্ষণ করে রেখে উলটো করে আবার ব্যাটার ব্রাশ করলাম
  • পুরো রান্না টা মাঝারি থেকে কম আঁচে করেছি
  • এই ভাবে উল্টে পাল্টে পনির টিক্কা ফ্রাই বানিয়ে গরম গরম সার্ভ করেছি