পনীর টিক্কা

Copy Icon
Twitter Icon
পনীর টিক্কা

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 15 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 4
  • 250 গ্রাম পনীর


  • 1 টা ক্যাপসিকাম


  • 1 টা বড়ো টমেটো


  • 1 টা পিয়াজ


  • 1 চা চামচ হলুদ গুঁড়ো


  • 1 চা চামচ লঙ্কা গুঁড়ো


  • 1 চা চামচ ধনে গুঁড়া


  • 1 চামচ আদা রসুন বাটা


  • 1/2 চামচ গরম মশলা গুঁড়া


  • 1 চা চামচ অমচুর পাউডার


  • 1/2 চামচ জোয়ান


  • 2 চামচ সরষের তেল


  • 1/2 চামচ বিটনুন


  • 2 চামচ মাখন


  • 100 গ্রাম টক দই


  • 2 টেবিল চামচ লেবুর রস

Directions

  • প্রথমে পনীর কিউব করে কেটে নিতে হবে।টমেটোর দানা বাদ দিয়ে কিউব করে কেটে নিতে হবে
  • তারপর পিয়াজ টাকেও কিউব করে কেটে নিতে হবে।
  • এবার একটা বড়ো পাত্রে মাখন,পনীর,ক্যাপসিকাম,টমেটো আর পিয়াজ বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে
  • তারপর ওই মিশ্রণ এ কিউব করে কেটে রাখা পনীর,পিয়াজ,টমেটো আর পিয়াজ সব দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে
  • এবার একটা করে কাঠি নিয়ে ওর মধ্যে একে একে পিয়াজ ,টমেটো,ক্যাপসিকাম,পনীর কিউব গেঁথে নিতে হবে।
  • এবার গ্যাসের মধ্যে একটা তাও আ গরম করে ওর মধ্যে স্টিক বা কাঠি দিয়ে চার দিক ঘুরিয়ে সেঁকে নিতে হবে