- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 5
Cook Time : 10
Total Time : 15
Ingredients
Serves 2
পনির 200 গ্রাম
আদা রসুন বাটা 1 চা চামচ
নুন 1 চা চামচ
সেজওয়ান সস 1 টেবিল চামচ
কাশ্মীরি লংকা গুঁড়ো 1 চা চামচ
ধনেপাতা কুচি 1 চা চামচ
সাদা তেল 2 চা চামচ
টকদই 1 চা চামচ
তন্দুরী মশলা 1 চা চামচ
মিক্সড হার্ব ছোট 1 চামচ
Directions
পনির ইচ্ছে মত আকারে টুকরো করে কেটে নিন।
একটি পাত্রে একে একে সব উপকরণ নিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
পনিরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে সাবধানে মিশিয়ে নিন।
ননস্টিক তাওয়া তে তেল মাখিয়ে পনিরের টুকরোগুলো রেখে গ্রিল করে নিন 5 মিনিট।
প্রয়োজনে উল্টে আরো 2 মিনিট গ্রিল করলেই তৈরী গ্রিলড সেজওয়ান পনির।