চিকেন চীজি কাবাব

Copy Icon
Twitter Icon
চিকেন চীজি কাবাব

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 20 Min

Total Time : 1 Hr 20 Min

Ingredients

Serves : 5
  • 500 গ্রাম বোনলেস চিকেন


  • 1 টেবিল চামচ লেবুর রস


  • 4 টেবিল চামচ টকদই


  • 1 চা চামচ আদা বাটা


  • 1 চা চামচ রুসুন বাটা


  • 1 চা চামচ নুন ( স্বাদ মত )


  • 1 চা চামচ লঙ্কা গুঁড়া


  • 1 চা চামচ গোলমরিচ গুঁড়া


  • 5 টেবিল চামচ মেয়নিজ


  • 50 গ্রাম চীজ


  • 2 টেবিল চামচ ঘি

Directions

  • প্রথমে চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে । এবার একটা পাত্রে চিকেন , নুন, গোলমরিচ গুঁড়া, লঙ্কা গুঁড়া, দই , আদা বাটা, রুসুন বাট , মেয়নিজ , লেবুর রস একসাথে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 1 ঘন্টা । 1 ঘন্টা পর চিকেন পিস গুলো কাবাব স্টিকে গেঁথে নিতে হবে । এরপর গ্রিল প্যানে 1 টেবিল চামচ ঘি ব্রাশ করে চিকেন স্টিক গুলো দিয়ে এপিট ওপিট করে ঘি ব্রাশ করে ফ্রাই করে নিতে হবে । এবার ফ্রাই হয়ে গেলে স্টিক থেকে খুলে নিয়ে একটা প্লেটের উপর রেখে , ওপর থেকে গ্রেট করা চীজ দিয়ে মাইক্রোওভেন এ 1 মিনিট বেক করে নিলেই রেডি চিকেন চিজি কাবাব । 🙏