- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 30
Cook Time : 15
Total Time : 45
Ingredients
Serves 4
300 গ্রাম বোনলেস চিকেন
1 চা চামচ আদা রুসুন বাটা
50 গ্রাম টকদই
50 গ্রাম কাজু বাটা
1/ 2 চা চামচ গোলমরিচ গুঁড়া
1 চা চামচ পাতিলেবুর রস
1/2 চা চামচ নুন( স্বাদ মত )
2 চা চামচ ঘি
1/2 টা লাল বেলপেপার
1/2 সবুজ বেলপেপার
Directions
প্রথমে চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে । এবার একটা পাত্রে চিকেন, আদা রুসুন বাটা, গোলমরিচ গুঁড়া,টকদই, নুন, কাজু বাটা, পাতিলেবুর রস , একসাথে ভালো করে মেখে 30 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে । এবার বেলপেপার গুলো চৌকো করে কেটে নিতে হবে । এবার 30 মিনিট পর কাবাব স্টিকে চিকেন ও বেলপেপার স্তরে স্তরে গেঁথে নিতে হবে । এবার গ্রিল ট্রে তে স্টিক গুলো দিয়ে ওপর থেকে ঘি ব্রাশ করে দিয়ে 15 মিনিট গ্রিল করে নিতে হবে । মাঝে একবার বের করে স্টিক গুলো কে উলটে ঘি ব্রাশ করে দিয়ে দিতে হবে । এবার বের করে গরম গরম পরিবেশন ।
Kabita Maiti
73 Recipes