- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 15
Cook Time : 10
Total Time : 25
Ingredients
Serves 3
1 আঁটি পালংশাক
ফুলকপির শাক ডাঁটা 1 কাপ
শিম 1/2 কাপ
বড়ি 1/2 কাপ
1 টি আলু কুচানো
1 চা চামচ জিরে গুঁড়ো
1 চা চামচ হলুদ গুঁড়ো
1 চা চামচ লঙ্কা গুঁড়ো
4 টি কাঁচালঙ্কা
1 চা চামচ গোটা জিরে
2 চা চামচ নুন স্বাদমতো
1 চা চামচ চিনি পরিমাণ মত
2 টেবল চামচ তেল
1 কাপ জল
Directions
প্রথমে পালং শাক আর কপি ডাঁটা ভালো করে ধুয়ে কড়াইতে 1 কাপ জল দিয়ে ভাপিয়ে নিতে হবে 5 মিনিট।এরপর জল ভালো করে ঝরিয়ে নিতে হবে।
কড়াইতে ২ টেবল চামচ সাদা তেল গরম করে আলু,শিম ও বড়ি ভেজে তুলে রাখতে হবে।
এরপর 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচালঙ্কা যোগ করে একে একে 1 চা চামচ হলুদ গুঁড়ো,1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ নুন যোগ করে মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
একে একে জল ঝরানো শাক,কপি ডাঁটা,ভাজা আলু,শিম, ভাজা বড়ি যোগ করে মশলার সাথে ভাকভাবে মিশিয়ে নিতে হবে।
1 চা চামচ চিনি যোগ করে অল্প জল ঢেলে ঢাকা দেওয়া হল।
মাখো মাখো হয়ে গেলে নামিয়ে গরম ছেঁচরা পরিবেশন করতে হবে গরম ভাতের সঙ্গে।
Sunanda Jash
24 Recipes