- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 3
Cook Time : 5
Total Time : 8
Ingredients
Serves 4
50 গ্রাম ধোনে পাতা
1/2 কাপ বেসন
4 টেবিল চামচ ময়দা
2 টেবিল চামচ চালের গুঁড়া
2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার
1/2 চা চামচ নুন (স্বাদ মত)
1/2 চা চামচ লঙ্কা গুঁড়া
1/2 চা চামচ ধোনে গুঁড়া
1/4 চা চামচ হলুদ গুঁড়া
100 গ্রাম সাদা তেল
1/2 চা চামচ আদা বাটা
1/4 চা চামচ বেকিং সোডা
Directions
প্রথমে ধোনে পাতার গোড়া বাদ দিয়ে ভালো করে ধুয়ে গোটা গোটা রাখতে হবে । এবার একটা পাত্রে বেসন, ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার , লঙ্কা গুঁড়া, ধোনে গুঁড়া , নুন, হলুদ, আদা বাটা , বেকিং সোডা ও পরিমাণ মত জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে । যেন বেশি পাতলা না হয় , আবার বেশি মোটা না হয় । এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে ব্যাটারে ধোনে পাতা ডুবিয়ে গরম তেলের উপর ছেড়ে দিয়ে উলটে পালটে বাদামী রং হলে নামিয়ে গরম গরম পরিবেশন ।
Kabita Maiti
73 Recipes