- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 3
Cook Time : 8
Total Time : 11
Ingredients
Serves 2
3 কোয়া ফুলকপি
100 গ্রাম ডাল
3 টেবিল চামচ কড়াই শুটি
1/2 চা চামচ হলুদ গুঁড়া
1/2 চা চামচ নুন
1/2 চা চামচ গোটা জিরা
1/4 চা চামচ সমরা
2 টা তেজ পাতা
2 টা গোটা লঙ্কা
1 চা চামচ ভাজা মশলা (জিরা, এলাচ,লবঙ্গ,দারুচিনি ভেজে গুঁড়া করা)
1/2 চা চামচ চিনি
1 টা পিঁয়াজ কুচি করা
4 টেবিল চামচ রান্নার তেল
Directions
প্রথমে ফুলকপি ধুয়ে কেটে নিতে হবে । এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে ফুলকপি নুন দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে । এবার কড়াইতে জল দিয়ে ডাল সেদ্ধ করতে হবে । ডাল হাফ সেদ্ধ হলে কড়াই শুটি , ফুলকপি নুন, হলুদ দিয়ে আর কিছুক্ষন ফোটাতে হবে । সব্জি ও ডাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে । এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে লঙ্কা, তেজপাতা সমরা,ফরন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ডাল সব্জি দিয়ে চিনি দিয়ে ফুটে উঠলে নামিয়ে ভাজা মশলার গুঁড়া দিয়ে পরিবেশন ।
Kabita Maiti
73 Recipes