ফুলকপির পপকর্ন

Copy Icon
Twitter Icon
ফুলকপির পপকর্ন

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 2
  • ফুলকপির টুকরো 2 কাপ


  • আদা রসুন বাটা 2 চা চামচ


  • ধনেপাতা কুচি 2 টেবিল চামচ


  • অ্যরিগ্যানো 1/2 চা চামচ


  • গোলমরিচ গুঁড়ো 1 & 1/2 চা চামচ


  • নুন 2 & 1/2 চা চামচ


  • কর্ন ফ্লাওয়ার 4 টেবিল চামচ


  • সয়া সস 2 চা চামচ


  • টক দৈ 2 টেবিল চামচ


  • ময়দা 5 টেবিল চামচ


  • ব্রেড ক্রাম্বস 1 কাপ


  • রেড চিলি পাওডার 1 চা চামচ


  • চাট মশলা 1 চা চামচ


  • পাওডার সুগার 1 চা চামচ


  • সাদা তিল 1 চা চামচ

Directions

  • প্রথমে ফুলকপির টুকরো গুলো ভালোকরে ধুয়ে জলে 1 চামচ নুন দিয়ে ভাপিয়ে নিলাম।
  • এবার একটা মিক্সিং বোলে কপির টুকরোগুলো নিয়ে ওতে ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, 1 চা চামচ নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো অ্যরিগ্যানো, 2 টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোকরে মিক্স করে কপির টুকরো গুলো তুলে নিয়ে অন্য একটা প্লেটে রাখতে হবে।
  • এবার পপকর্ন এর ওপরে ছড়ানোর মশলাটা বানিয়ে নিতে হবে। একটা মিক্সিং বোলে 1 চা চামচ নুন, রেড চিলি পাওডার, চাট মশলা, পাওডার সুগার, আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো ভালোকরে মিশিয়ে আলাদা রাখতে হবে।
  • এবার যে মশলায় কপিগুলো কোট করা হয়েছিল ওতে আরো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা , টক দৈ, নুন 1/2 চা চামচ, সয়া সস আর জল মিশিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে।
  • এবার ব্রেড ক্রাম্বস এর সাথে সাদাতিল মিশিয়ে আলাদা রাখতে হবে।
  • এবার একটা প্যানে পরিমান মত তেল গরম করতে বসাতে হবে।
  • এবার কপির টুকরো গুলো ঐ ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বস আর তিলের মিশ্রনে কোট করে মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করে নিতে হবে।
  • এবার প্লেটে দিয়ে যেকোনো চাটনি অথবা সস এর সাথে সার্ভ করতে হবে।