পালক পনির বার্ড নেস্ট...........

Copy Icon
Twitter Icon
পালক পনির বার্ড নেস্ট...........

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 15 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 4
  • (1) পালক বার্ড নেস্টের জন্য...............


  • 250 গ্রাম পালক/স্পিনাচ


  • 1 কাপ সিদ্ধ আলু(গ্রেট করা)


  • 1/2 কাপ ব্রেডক্রামবস


  • 1 টেবিল চামচ টমেটো(কুঁচি করা)


  • 1 টেবিল চামচ গাজর কুঁচি


  • 1 টেবিল চামচ ধনেপাতা কুঁচি


  • 1 টেবিল চামচ কনফ্লাওয়ার


  • 1 চা চামচ আদা-রসুনের পেস্ট


  • 2 টি কাঁচালঙ্কা(কুঁচি করা)


  • 1 চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো


  • 1/2 চা চামচ হলুদগুঁড়ো


  • 1/2 চা চামচ লবন 1/2 চা চামচ রোস্টেড জিরেগুঁড়ো


  • (2) ময়দার ব্যাটারের জন্য............


  • 4 টেবিল চামচ ময়দা


  • 5 টেবিল চামচ জল


  • (3) কোট করার জন্য............


  • 1.5 কাপ মতো শিমুই


  • (4)পনির এগগস এর জন্য............


  • 1 কাপ পনির(গ্রেট করা)


  • 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো


  • 1/3 চা চামচ লবন


  • 1 টেবিল চামচ ধনেপাতা কুঁচি 1/2 টেবিল চামচ কনফ্লাওয়ার


  • (5) ভাজার জন্য............


  • 2 কাপ তেল

Directions

  • প্রথমে পালক/পালংশাক 5 মিনিট মতো জলে সিদ্ধ করে নিতে হবে।
  • জল ঝরিয়ে একটি বড়ো বাটিতে সিদ্ধ করা পালক নিতে হবে। পালক গুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে।
  • তারপর গ্রেটেড আলু ও ব্রেডক্রামবস দিতে হবে।
  • এরপর একে একে বাকি উপকরণ যেমন গাজরকুঁচি,টমেটো কুঁচি,ধনেপাতা কুঁচি,কনফ্লাওয়ার,আদা-রসুনের পেস্ট,লবন,হলুদগুঁড়ো,লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা কুঁচি, রোস্টেড জিরে গুঁড়ো ইত্যাদি দিতে হবে।
  • সব উপকরণ ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে।
  • ডো থেকে ইচ্ছে মতো আকারে বার্ড নেস্ট বানিয়ে নিতে হবে।এখানে আমার মোট 4 টে নেস্ট হয়েছে।
  • এরপর একটি বাটিতে পনির এগগসের জন্য উপকরণ গুলো নিতে হবে।
  • পনির এগগসের সব উপকরণ ভালো করে মিশিয়ে ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিতে হবে।
  • ময়দা ও জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে।
  • শিমুই হাত দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে।
  • এরপর আগে থেকে বানিয়ে রাখা নেস্ট গুলোকে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিতে হবে।
  • তারপর শিমুই এ কোট করে নিতে হবে।
  • একই ভাবে সব নেস্ট গুলোকে রেডি করতে হবে।
  • সব শেষে ডুবো তেলে কম আনছে নেস্ট ও এগগস গুলোকে ভেজে নিতে হবে।
  • তাহলেই রেডি "পালক পনির বার্ড নেস্ট"। টমেটো সস বা গ্রীন চাটনির সাথে গরম গরম পরিবেশন করতে হবে।
  • বাচ্চারা বেশিরভাগ পালক/পালংশাক বা ঐ ধরনের যেকোনো সবজি খেতে চায় না। তাদের জন্য যদি এই ধরনের কোনো স্ন্যাকস আইটেম বানিয়ে দেওয়া যায় তাহলে তারা খুব আনন্দ সহকারে খাবে,যেটি খুবই স্বাস্থ্যকর।