লাউপাতায় শাকপোস্ত

Copy Icon
Twitter Icon
লাউপাতায় শাকপোস্ত

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 3
  • 1 আঁটি লাউশাক 1 টি আলু কুচি


  • 3 টেবল চামচ পোস্ত বাঁটা 1 টেবল চামচ সর্ষে তেল


  • 2 চা চামচ নুন


  • 1 চা চামচ চিনি


  • 1 কাপ জল

Directions

  • প্রথমে লাউশাককে ভালো ভাবে ধুয়ে পাত্রে 1/2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট। ভাপিয়ে নিতে হবে। 1 চা চামচ নুন যোগ করে নিতে হবে।
  • এরপর 1 টেবল চামচ তেল কড়াইতে গরম করে কুচানো আলু, লাউশাককে হালকা নাড়াচাড়া করে পোস্ত বাঁটা যোগ করতে হবে।তার সাথে 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি যোগ করে 5 মিনিট নাড়তে হবে।1/2 কাপ জল যোগ করতে হবে।ঢাকনা চাপা দিতে হবে 5 মিনিট।
  • এরপর হয়ে গেলে লাউপাতার উপরে শাকপোস্ত দিয়ে ভাতের সাথে গরম পরিবেশন করতে হবে।