পালক পাকোড়া(Palak Pakoda)......

Copy Icon
Twitter Icon
পালক পাকোড়া(Palak Pakoda)......

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 4
  • 8/10 টি স্পিনাচ/পালকের পাতা


  • 1 কাপ বেসন


  • 3/4 কাপ জল


  • 1/3 চা চামচ হলুদগুঁড়ো


  • 1/2 চা চামচ লঙ্কাগুঁড়ো


  • 1 চা চামচ লবন


  • 1/2 চা চামচ জোয়ান


  • 1 চা চামচ তেল


  • 1 টেবিল চামচ কনফ্লাওয়ার


  • 2 কাপ তেল(ভাজার জন্য)

Directions

  • প্রথমে স্পিনাচ/পালকের পাতা গুলোকে জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
  • তারপর একটি পাত্রে বেসন,কন ফ্লাওয়ার,লবন,হলুদগুড়ো,লঙ্কাগুঁড়ো, জোয়ান,তেল ইত্যাদি উপকরণ নিতে হবে। কনফ্লাওয়ার না দিলেও হয়,তবে দিলে পাকোড়া গুলো খাস্তা হয়।
  • তারপর অল্প অল্প করে জল দিয়ে একটি মাঝারি থেকে একটু পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে।
  • ব্যাটার রেডি হয়ে গেলে পালকের পাতা ব্যাটারে ডুবিয়ে নিতে হবে।
  • তারপর ডুবো তেলে ভেজে নিতে হবে।
  • তাহলেই রেডি "পালক পাকোড়া"। গরম গরম পরিবেশন চা বা মুড়ির সাথে।