স্পিনাচ প্যানকেক(Spinach pancakes)............

Copy Icon
Twitter Icon
স্পিনাচ প্যানকেক(Spinach pancakes)............

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 6
  • 1 বাটি স্পিনাচ/পালংশাক


  • 2 টি ডিম


  • 1 কাপ দুধ


  • 1 কাপ চিনি


  • 1 চা চামচ ভ্যানিলা এসেন্স


  • 1 বাটি ময়দা


  • 1/4 টেবিল চামচ বেকিং পাউডার


  • 1/2 টেবিল চামচ বাটার

Directions

  • প্রথমে স্পিনাচ গুলোকে ভালো করে জলে পরিষ্কার করে নিতে হবে।
  • তারপর 5 মিনিট মতো জলে সিদ্ধ করে নিতে হবে। স্পিনাচ গুলো একটু ঠান্ডা হলে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
  • একটি বড়ো পাত্রে স্পিনাচের পেস্ট,ডিম, চিনি,লবম,ভ্যানিলা এসেন্স,ময়দা,বেকিং পাউডার,দুধ ইত্যাদি উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে।
  • ব্যাটার টা যেনো খুব ঘন বা পাতলা না হয়,তাহলে কেক গুলো ভালো হবে না।
  • ব্যাটার টা রেডি হয়ে গেলে প্যানকেক গুলো বানিয়ে নিতে হবে। তারজন্য একটি প্যানে অল্প করে বাটার দিয়ে হাতাই করে প্যানকেকের ব্যাটার দিতে হবে যেমনটা ছবিতে দেওয়া আছে।
  • 1 মিনিট পর প্যানকেক উল্টে দিতে হবে। দুইপিঠ হয়ে এলে নামিয়ে নিতে হবে।এই ভাবে একে একে সব প্যাঙ্কেল গুলো বানিয়ে নিতে হবে।
  • তাহলেই রেডি " স্পিনাচ প্যানকেক"। যেকোনো ফলের জ্যাম বা হানি সিয়ে পরিবেশন করতে পারেন।