ছোলার শাকের পাকোড়া......

Copy Icon
Twitter Icon
ছোলার শাকের পাকোড়া......

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 10 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 4
  • 150 গ্রাম ছোলার শাক


  • 1 চা চামচ লবন


  • 2 টি কাঁচালঙ্কা কুঁচি


  • 1/2 চা চামচ হলুদগুঁড়ো


  • 1 চা চামচ আদা-রসুনের পেস্ট


  • 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো


  • 1/2 চা চামচ জোয়ান


  • 1/2 চা চামচ জিরেগুঁড়ো


  • 1 কাপ ছোলার পেস্ট( ভেজানো ছোলা)


  • 1 টেবিল চামচ বেসন


  • 1 টেবিল চামচ কনফ্লাওয়ার

Directions

  • প্রথমে ছোলার শাক গুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
  • তারপর একে একে লবন,কাঁচালঙ্কা, হলুদগুঁড়ো,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো,আদা-রসুনের পেস্ট,জিরেগুঁড়ো,জোয়ান, ইত্যাদি উপকরণ দিতে হবে।
  • এরপর ভেজানো ছোলার পেস্ট,বেসন ও কনফ্লাওয়ার দিতে হবে। কনফ্লাওয়ার দিলে পাকোড়া বেশি মুচমুচে হয়।
  • সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রয়োজন হলে জল ব্যবহার করতে পারেন।
  • তারপর ডুবো তেলে ভেজে নিতে হবে।
  • তাহলেই রেডি হয়ে গেলো সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি "ছোলার শাকের পাকোড়া"। এগুলো টমেটো সস বা গ্রীন সস দিয়ে পরিবেশন করতে পারেন।