শুক্তো

Copy Icon
Twitter Icon
শুক্তো

Description

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 20 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 4
  • 1 টি কাঁচকলা লম্বা করে কুচানো


  • 2 টি আলু লম্বা করে কুচানো


  • 1 টি উচ্ছে লম্বালম্বি ভাবে কাটা


  • 1 কাপ সজিনা ডাঁটা


  • 1/2 কাপ ঢেঁড়স 1/2 বেগুন কুচানো


  • 1 টেবল চামচ শুকনো লঙ্কা


  • 1 চা চামচ পাঁচফোড়ন


  • 2 টি তেজপাতা


  • 2 চা চামচ আদা বাঁটা


  • 1 চা চামচ সর্ষে বাঁটা


  • 1 চা চামচ হলুদ গুঁড়ো


  • 2 টেবল চামচ নুন পরিমাণমতো


  • 1 টেবল চামচ চিনি 1 কাপ বড়ি


  • 1 কাপ জল


  • 4 টেবল চামচ সরিষার তেল

Directions

  • প্রথমে সবজি ভালো করে ধুয়ে কড়াইতে তেল গরম হলে আলু,কাঁচকলা, ঢেঁড়স, বেগুন ভেজে বড়িও ভেজে নিয়ে উচ্ছে টাও ভেজে নিতে হবে।
  • এরপর কড়াই ধুয়ে ২ টেবল চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ২ চা চামচ আদা বাঁটা, ১ চা চামচ সর্ষে বাঁটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, নুন ২ টেবল চামচ নুন দিয়ে ভালো করে কষতে হবে।
  • এবার ভাজা সব্জি, সজিনা ডাঁটা যোগ করে 1 কাপ জল ঢেলে ঢাকা দেওয়া হল ১০ মিনিট।
  • ঢাকা খুলে ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন শুক্তো।