ফুলকপির চপ

Copy Icon
Twitter Icon
ফুলকপির চপ

Description

Cooking Time

Preparation Time :3 Min

Cook Time : 5 Min

Total Time : 8 Min

Ingredients

Serves : 4
  • 7 কোয়া ফুলকপি


  • 1/2 চা চামচ হলুদ


  • 1 চা চামচ নুন ( স্বাদ মত)


  • 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া


  • 1/2 চা চামচ লঙ্কা গুঁড়া


  • 200 গ্রাম বেসন


  • 1 চা চামচ আদা ও রুসুন বাটা


  • 1 কাপ জল ( পরিমান মত)


  • 100 গ্রাম সাদা তেল

Directions

  • প্রথমে কড়াইতে জল , নুন, হলুদ ও ফুলকপি দিয়ে 2 মিনিট ভাপিয়ে নিতে হবে । এবার একটা পাত্রে তেল বাদ রেখে সব উপকরণ ও পরিমান মত জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটার বানাতে হবে , এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে ভাপানো ফুলকপি গুলোকে ব্যাটারে ডুবিয়ে কড়াইতে দিয়ে উলটে পালটে ডুবো তেলে বাদামী রং করে ভেজে নিলেই রেডি , ফুলকপির চপ ।