পুদিনার চাটনী

Copy Icon
Twitter Icon
পুদিনার চাটনী

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 10 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 3
  • পুদিনা পাতা 3কাপ


  • নুন স্বাদ মতো


  • পাকা তেঁতুল এর ক্যাথ 3টেবিল চামচ


  • চিনি আর নুন মিহি করে 1টেবিল চামচ


  • গোটা জিরে 1চা চামচ


  • গোটা কালো সর্ষে 1চা চামচ


  • চানা ডাল 2চা চামচ


  • শুকনো লঙ্কা 2টি


  • নারকেল টুকরো কয়েক টা


  • তেল 1টেবিল চামচ

Directions

  • যা যা লাগবে সব উপকরণ গুলো একসাথে করে নিলাম
  • প্যান এ তেল গরম করে গোটা সর্ষে,শুকনো লঙ্কা,চানা ডাল, গোটা জিরে একটু ভাজতে হবে।
  • তারপর ওর মধ্যে পুদিনা পাতা দিয়ে একটু ভাজতে হবে কিছুক্ষন।সাথে নারকেল কুচি দিয়ে কিছুক্ষন নাড়তে হবে।
  • তারপর ভাজা মিশ্রন ঠান্ডা করে দিয়ে দিতে হবে।
  • মিক্সি তে এই ভাজা মিশ্রন দিয়ে তার সাথে নুন চিনির গুঁড়ো দিতে হবে।
  • তারপর তেঁতুল এই ক্যাথ দিয়ে মিক্সি তে বেটে নিতে হবে।
  • তাহলেই তৈরি চটপটা পুদিনার চাটনী।যে কোনো স্পাইসি জলখাবার এই সাথে পরিবেশন করা যেতে পারে অনায়াসে