মিক্সড ভেজ

Copy Icon
Twitter Icon
মিক্সড ভেজ

Description

Cooking Time

Preparation Time :6 Min

Cook Time : 10 Min

Total Time : 16 Min

Ingredients

Serves : 10
  • 1 টা ফুলকপি


  • 250 গ্রাম সিম


  • 250 গ্রাম বরবটি


  • 250 গ্রাম গাজর


  • 500 গ্রাম আলু


  • 500 গ্রাম কুমড়ো


  • 500 গ্রাম সালগম


  • 2 টা পিঁয়ায়


  • 50 গ্রাম সরিষা তেল


  • 1 চা চামচ গোটা জিরা


  • 1 টেবিল চামচ আদা বাটা


  • 1 টেবিল চামচ রুসুন বাটা


  • 1 টেবিল চামচ ধোনে গুঁড়া


  • 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া


  • 1 চা চামচ গরম মসলা গুঁড়া


  • 1 চা চামচ চিনি


  • 1 টেবিল চামচ পোস্ত বাটা


  • 1 চা চামচ হলুদ গুঁড়া


  • 1 টেবিল চামচ নুন ( স্বাদ মত )


  • 3 টা শুকনো লঙ্কা


  • 3 টা তেজপাতা


  • 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া

Directions

  • প্রথমে সব সব্জি ধুয়ে কেটে নিতে হবে । পিঁয়াজ কুচি করে নিতে হবে । এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে সব সব্জি দিয়ে নুন দিয়ে নেড়েচেড়ে হালকা ভাজা হলে নামাতে হবে । এবার কড়াইতে তেল দিয়ে গোটা লঙ্কা , গোটা জিরা, তেজপাতা ফরন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে ভাজা হলে একে একে লঙ্কা গুঁড়া, আদা বাটা , রুসুন বাটা , ধোনে গুঁড়া , পোস্ত বাটা ,হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মশলা কষতে হবে , কিছুক্ষণ পর ভেজে রাখা সব্জি দিয়ে নুন , হলুদ ,চিনি দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিতে হবে । এরপর ঢাকা খুলে নেড়েচেড়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে পরিবেশন ।