- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 4
Cook Time : 12
Total Time : 16
Ingredients
Serves 5
200 গ্রাম ফুলকপি
100 গ্রাম ছানা
25 গ্রাম কাজু
25 গ্রাম কিসমিস
3 চা চামচ ঘি
1 চা চামচ ময়দা
3 টেবিল চামচ ঘন গরুর দুধ
100 গ্রাম চিনি
3 টা এলাচ
1/4 চা চামচ নুন ( স্বাদ মত)
1/ 2চা চামচ হলুদ
1/2 করে কাটা 5 টা সাজাবার জন্য চেরি
Directions
প্রথমে ফুল কপির ডাঁটা বাদ দিয়ে ফুলকপি গুলো কে ঝুরে নিতে হবে । এরপর কড়াইতে 2 কাপ জল , নুন, এলাচ, ২ চা চামচ চিনি দিয়ে ও ঝুরে নেওয়া ফুলকপি দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে ।এবার করাই তে ঘি দিয়ে কাজু ও কিসমিস ভেজে নিতে হবে ।ওই ঘি এর মধ্যে ভাপানো ফুলকফি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে,ছানা,চিনি,দুধ,ময়দা দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ যতক্ষণ না আঠালো ভাব আসে , এরপর কাজুর টুকরো ও কিসমিস দিয়ে নামিয়ে নিতে হবে ।এরপর ঠান্ডা হলে চৌকা করে বানিয়ে ওপরে গোটা কাজু ও চেরি দিয়ে সাজিয়ে নিলেই রেডি,ফুলপফির সন্দেশ
Kabita Maiti
73 Recipes