Green Leafy. রেসিপি- ভেজিটেবল পিঠে

Copy Icon
Twitter Icon
Green Leafy. রেসিপি- ভেজিটেবল পিঠে

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 10 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 2
  • 150 গ্রাম চালের গুঁড়া


  • 1 কাপ বাঁধাকপি কুচি করা


  • 1/ 2 কাপ করাইশুটি


  • 1/2 কাপ গাজর কুচি


  • 1/2 কাপ বিন্স কুচি করা


  • 1/2 চা চামচ হলুদ গুঁড়া


  • 1/2 চা চামচ নুন ( স্বাদ মত)


  • 1 চা চামচ আদা বাটা


  • 1/2 চা চামচ গোটা জিরা


  • 2 টা কাঁচা লঙ্কা কুচি


  • 1/2 টেবিল চামচ চিনি


  • 2 টেবিল চামচ স্বাদ তেল


  • 1/2 চা চামচ গরম মসলা গুঁড়া


  • 1 /2 কাপ আলু কুচি করা

Directions

  • প্রথমে সব সব্জি ধুয়ে নিতে হবে । এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে গোটা জিরা, কাঁচা লঙ্কা ফরন দিয়ে একে একে আদা বাটা , চিনি, নুন, হলুদ ও গরম মসলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে সব সব্জি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে । এবার ঢাকা খুলে সব্জি সেদ্ধ হয়ে রস মরে গেলে নামিয়ে নিতে হবে । হয়ে গেল পুর তৈরি । এবার কড়াইতে চালের গুঁড়া দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে গরম জল দিয়ে ভালো করে থেসে নিয়ে খুলি বানিয়ে সব্জির পুর দিয়ে মুখ বন্ধ করে নিতে হবে ।এবার মোমো স্ট্যান্ড এ নিচের পাত্রে 1 মগ জল দিয়ে ওপরের পাত্রে পিঠে গুলো দিয়ে ভাপিয়ে নিয়ে পরিবেশন ।