পালং মোহন

Copy Icon
Twitter Icon
পালং মোহন

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 15 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 3
  • 1 আঁটি পালং শাক


  • 50 গ্রাম শিম কুচানো


  • 50 গ্রাম কড়াই শুঁটি


  • 1/4 ভাগ বেগুন


  • 1 টি ছোট বাটির বড়ি


  • 2 টি আলু কুচানো


  • 2 চা চামচ হলুদ গুঁড়ো


  • 2 চা চামচ জিরে গুঁড়ো


  • 1 চা চামচ চিনি


  • 3 চা চামচ নুন স্বাদমত


  • 2 কাপ জল


  • 3 টেবল চামচ সর্ষে তেল


  • 3 টি কাঁচালঙ্কা

Directions

  • প্রথমে পালং শাক টাকে গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে কড়াইতে জল দিয়ে ১ চা চামচ নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে ৫ মিনিট ভাপাতে হবে।
  • এরপর কড়াইতে ২ টেবল চামচ তেল গরম করে শিম টুকরো, আলু কুচি, কড়াই শুঁটি,বেগুন আলাদা করে ভেজে তুলে রাখা হলো।
  • ওই তেলেই বড়ি গুলো ভেজে তুলে রাখতে হবে।
  • শাক ভাপানো হয়ে গেলে ভালো করে জল ছাড়িয়ে শুকনো করে রাখতে হবে
  • এরপর কড়াইতে ১ টেবল চামচ তেল দিয়ে ১ চা চামচ পাঁচফোড়ন যোগ করা হল। ৩ টি কাঁচালঙ্কাও চিরে দেওয়া হলো। এটা ভাপানো শাক টা দিয়ে নাড়াচাড়া করতে হবে।
  • একে একে ভাজা শিম, আলু,বেগুন,কড়াই শুঁটি যোগ করে ২ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ নুন দিয়ে কষে ১ চা চামচ চিনি দিতে হবে শেষে।
  • এবার জল দিয়ে ঢাকা দিতে হবে ১০ মিনিট। জল ফুটে আসলে বড়িগুলো ছেড়ে দিতে হবে।
  • 2 মিনিট পর নামিয়ে নিতে হবে।
  • এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন প্রথম পাতে পালং মোহন।