# সব্জি বড়ির চ্চরি

Copy Icon
Twitter Icon
 # সব্জি বড়ির চ্চরি

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 8 Min

Total Time : 13 Min

Ingredients

Serves : 5
  • 200 গ্রাম মুলো 200 গ্রাম ওলকপি 50গ্রাম গাজর


  • 100 গ্রাম বেগুন


  • 100 গ্রাম আলু


  • 150 গ্রাম বড়ি


  • 1 টা পিঁয়াজ কুচি


  • 1 টেবিল চামচ আদা বাটা


  • 1 টেবিল চামচ ধোনে ও জিরা বাটা


  • 3 টা কাঁচা লঙ্কা কুচি করা


  • 1/2 টেবিল চামচ চিনি


  • 1/2 টেবিল চামচ নুন ( স্বাদ মত)


  • 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া


  • 50 গ্রাম সরিষা তেল


  • 1/4 টেবিল চামচ সমরা


  • 1/2 টেবিল চামচ গোটা জিরা

Directions

  • প্রণালী- প্রথমে সব সব্জি ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে । এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে বড়ি গুলোকে বাদামি করে ভেজে নিতে হবে ।এবার ওই তেলের উপর সমরা , জিরা ও কাঁচা লঙ্কা ফরন দিয়ে নেড়েচেড়ে পিঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে সব সব্জি দিয়ে নেড়ে নুন দিয়ে ঢাকা দিতে হবে । ঢাকা খুলে আদা বাটা, ধোনে ও জিরা বাটা , হলুদ গুঁড়া ও চিনি দিয়ে কোষে নিয়ে 2 কাপ জল দিয়ে ঢাকা দিতে হবে । এবার ঢাকা খুলে বড়ি দিয়ে নেড়ে আবার ও ঢাকা দিয়ে 2 মিনিট রাখতে হবে । এরপর ঢাকা খুলে জল শুকিয়ে এলে নুন , মিষ্টি দেখে নামাতে হবে ।